প্রেম ভক্তি চন্দ্রিকা পৃষ্ঠা১(শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় রচিত)


শ্রী শ্রী কৃষ্ণচৈতন্যচন্দ্রায় নমঃ।
অজ্ঞানতিমিরান্দ্বস্য জ্ঞানাঞ্জনশলাকয়া।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
শ্রীচৈতন্যমনোহভীষ্টং স্হাপিতং যেন ভুতলে।
সোহয়ং রূপঃ কদা মহ্যং দদাতি স্বপদান্তিকং।।
অখিল রসামৃতমুর্ত্তিঃ প্রসৃমর রুচিরুদ্ব তারকাপালিঃ।
কলিত শ্যামাললিত রাধা প্রেয়ান্ বিধুর্জয়তি।।
(১)
শ্রীগুরুচরন পদ্ম,       কেবল ভকতিসদ্ম,
      বন্দোঁ মু্ঞি সাবধান মতে।।
যাহার প্রসাদে ভাই,    এ ভব তরিয়া যাই,
      কৃষ্ণপ্রাপ্তি হয় যাহা হ'তে।।
গুরুমুখপদ্মবাক্য,    চিত্তেতে করিয়া ঐক্য,
      আর না করিহ মনে আশা।

Post a Comment

Previous Post Next Post