জয় রাধামাধব
কামে মোর হতচিত, নাহি শুনে নিজ হিত,
মনের না ঘুচে দুর্ব্বাসনা।
মোরে নাথ অঙ্গীকুরু, তুমি বাঞ্ছা-কল্পতরু,
করুণা দেখুক সর্ব্বজনা।।
মো-সম পতিত নাই, ত্রিভুবনে দেখ চাই,
নরোত্তম-পাবন নাম ধর।
ঘুষুক সংসারে নাম, পতিত-পাবন শ্যাম,
নিজদাস কর গিরিধর।।
নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে কর সুখী,
তোমার ভজন-সঙ্কীর্ত্তনে।
অন্তরায় নাহি যায়, এই ত পরম ভয়,
নিবেদন করোঁ অনুক্ষণে।।৩।।
আন কথা আন ব্যথা,নাহি যেন যাঙ তথা,
তোমার চরণ স্মৃতি-মাঝে।
অবিরত অবিকল, তুয়া গুণ কল কল,
গাই যেন সতের সমাজে।।
অন্যব্রত অন্যদান, নাহি করোঁ বস্তুজ্ঞান,
অন্য-সেবা অন্যদেব-পূজা।
কামে মোর হতচিত, নাহি শুনে নিজ হিত,
মনের না ঘুচে দুর্ব্বাসনা।
মোরে নাথ অঙ্গীকুরু, তুমি বাঞ্ছা-কল্পতরু,
করুণা দেখুক সর্ব্বজনা।।
মো-সম পতিত নাই, ত্রিভুবনে দেখ চাই,
নরোত্তম-পাবন নাম ধর।
ঘুষুক সংসারে নাম, পতিত-পাবন শ্যাম,
নিজদাস কর গিরিধর।।
নরোত্তম বড় দুঃখী, নাথ মোরে কর সুখী,
তোমার ভজন-সঙ্কীর্ত্তনে।
অন্তরায় নাহি যায়, এই ত পরম ভয়,
নিবেদন করোঁ অনুক্ষণে।।৩।।
আন কথা আন ব্যথা,নাহি যেন যাঙ তথা,
তোমার চরণ স্মৃতি-মাঝে।
অবিরত অবিকল, তুয়া গুণ কল কল,
গাই যেন সতের সমাজে।।
অন্যব্রত অন্যদান, নাহি করোঁ বস্তুজ্ঞান,
অন্য-সেবা অন্যদেব-পূজা।