প্রেম ভক্তি চন্দ্রিকা পৃষ্ঠা২,৩,৪(শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় রচিত)

জয় রাধামাধব

প্রেমভক্তি যাহা হৈতে,  অবিদ্যা বিনাশ যাতে,
         বেদে গায় যাহার চরিত।।
শ্রীগুরু করুণাসিন্ধু ,    অধম জনার বন্ধু,
          লোকনাথ লোকের জীবন।
হা হা প্রভু কর দয়া।      দেহ মোরে পদ ছায়া,
          এবে যশ ঘুষুক ত্রিভুবন।।
বৈষ্ণব চরণ রেণু          ভূষণ করিয়া তনু,
           যাহা হৈতে অনূভব হয় ।
মার্জ্জন হয় ভজন,       সাধু সঙ্গে অনুক্ষণ,
           অজ্ঞান অবিদ্যা পরাজয়।।
জয় সনাতন রূপ,        প্রেমভক্তি-রসকূপ,
           যুগল উজ্জ্বলময় তনু।
দুহার প্রসাদে লোক,     পাসরিল সব শোক,
           প্রকট কল্পতরু জনু।।
প্রেমভক্তি-রীতি যত,    নিজ গ্রন্থে সুবেকত,
           করিয়াছেন দুই মহাশয়।
যাহার শ্রবণ হৈতে,        পরানন্দ হয় চিতে,
           যুগল মধুর রসাশ্রয়।।

Post a Comment

Previous Post Next Post