প্রেম ভক্তি চন্দ্রিকা পৃষ্ঠা৭(শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় রচিত)

জয় রাধামাধব

অর্চ্চন স্মরণ ধ্যান,    নবভক্তি মহাজ্ঞান,
           এই ভক্তি পরম কারণ।।
হৃষীকে গোবিন্দ সেবা,  না পুজিব দেবী দেবা,
            এই ত অনন্যভক্তি-কথা।
আর যত উপালম্ভ,   বিশেষ সকলি দম্ভ,
             দেখিতে লাগয়ে মনে ব্যথা।।
দেহে বৈসে রিপুগন,    যতেক ইন্দ্রিয়গন,
              কেহ কার বাধ্য নাহি হয়।
শুনিলে না শুনে কান,জানিলে না জানে 
প্রান
              দঢ়াইতে না পারি নিশ্চয়।।
কাম ক্রোধ লোভ মোহ,  মদ মাৎসর্য্য দম্ভ সহ
              স্থানে স্থানে নিযুক্ত করিব।
আনন্দ করি হৃদয়,  রিপু করি পরাজয়,
               অনায়াসে গোবিন্দ ভজিব।।
কৃ্ষ্ণসেবা কামার্পণে, ক্রোধ ভক্ত-দ্বেষী-জনে,
               লোভ সাধু-সঙ্গে হরি-কথা।
মোহ ইষ্ট লাভ বিনে,  মদ কৃষ্ণগুন-গানে,
               নিযুক্ত করিব যথা তথা।।

Post a Comment

Previous Post Next Post