প্রেম ভক্তি চন্দ্রিকা পৃষ্ঠা৬(শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় রচিত)

জয় রাধামাধব
মহাজনের যেই পথ,    তাতে হব অনুরত,
              পূর্ব্বাপর করিয়া বিচার।
সাধন স্মরন লীলা,   ইহাতে না কর হেলা,
              কায়মনে করিয়া সুসার।।
অসৎসঙ্গ কর ত্যাগ,  ছাড় অন্য গীত রাগ,
              কর্ম্মী জ্ঞানী পরিহরি দুরে।।
কেবল ভকত-সঙ্গ,    প্রমকথা-রসরঙ্গ,
              লীলাকথা ব্রজরসপুরে।।
যোগী ন্যাসী কর্মী জ্ঞানী ,অন্যদেব-পূজক ধ্যানী,
            ইহলোক দূরে পরিহরি।
ধর্ম্ম কর্ম্ম দুঃখ শোক,  যেবা থাকে অন্য যোগ,
            ছাড়ি ভজ গিরিবরধারী।।
তীর্থযাত্রা পরিশ্রম,   কেবল মনের ভ্রম,
            সর্ব্বসিদ্ধি গোবিন্দ চরণ।
দৃঢ় বিশ্বাস হৃদে করি,  মদ মাৎসর্য্য পরিহরি,
           সদা কর অনন্য ভজন।।
কৃষ্ণভক্ত-সঙ্গ করি,  কৃষ্ণভক্ত অঙ্গ হেরি,
            শ্রদ্ধাম্বিত শ্রবণ কির্তন ।

Post a Comment

Previous Post Next Post