জয় রাধামাধব
অন্যথা স্বতন্ত্র কাম, অনর্থাদি যার ধাম,
ভক্তিপথে সদা দেয় ভঙ্গ।
কিবা বা করিতে পারে, কাম ক্রোধসাধ কেরে,
যদি হয় সাধুজনার সঙ্গ।।
ক্রোধে বা না করে কিবা,ক্রোধত্যাগ সদা দিবা
লোভ মোহ এইত কথন।
ছয় রিপু সদা হীন, করিব মনের অধীন,
কৃষ্ণচন্দ্র করিব স্মরণ।।
আপনি পালাবে সব,শুনিয়া গোবিন্দ রব,
সিংহ-রবে যেন করিগণ।
সকলি বিপত্তি যাবে, মহানন্দ সুখ পাবে,
যার হয় একান্ত ভজন।।
না করিহ অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা
সদা চিন্ত গোবিন্দ-চরণ।
সকলি বিপত্তি যাবে,মহানন্দ সুখ পাবে,
প্রেমভক্তি পরম কারণ।।
অসৎসঙ্গ কুটিনাটি, ছাড় অন্য পরিপাটী,
অন্য দেবে না করিহ রতি।
অন্যথা স্বতন্ত্র কাম, অনর্থাদি যার ধাম,
ভক্তিপথে সদা দেয় ভঙ্গ।
কিবা বা করিতে পারে, কাম ক্রোধসাধ কেরে,
যদি হয় সাধুজনার সঙ্গ।।
ক্রোধে বা না করে কিবা,ক্রোধত্যাগ সদা দিবা
লোভ মোহ এইত কথন।
ছয় রিপু সদা হীন, করিব মনের অধীন,
কৃষ্ণচন্দ্র করিব স্মরণ।।
আপনি পালাবে সব,শুনিয়া গোবিন্দ রব,
সিংহ-রবে যেন করিগণ।
সকলি বিপত্তি যাবে, মহানন্দ সুখ পাবে,
যার হয় একান্ত ভজন।।
না করিহ অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা
সদা চিন্ত গোবিন্দ-চরণ।
সকলি বিপত্তি যাবে,মহানন্দ সুখ পাবে,
প্রেমভক্তি পরম কারণ।।
অসৎসঙ্গ কুটিনাটি, ছাড় অন্য পরিপাটী,
অন্য দেবে না করিহ রতি।