জয় রাধামাধব
আপন আপন স্থানে, পিরীতি সবাই টানে,
ভক্তিপথে পরয়ে বিগতি।।
আপন ভজন পথ, তাহে হব অনুরত
ইষ্টদেব-স্থানে লীলাগান।
নৈষ্ঠিক ভজন এই, তোমারে কহিল ভাই,
হনুমান তাহাতে প্রমাণ।।
শ্রীনাথে জানকীনাথে চাবেদঃ পরমাত্মনি।
তথাপি মম সর্ব্বস্বং রামঃকমললোচনঃ।।
দেবলোক পিতৃলোক, পায় তারা মহাসুখ,
সাধু সাধু বলে অনুক্ষণ।
যুগল ভজয়ে যারা, প্রেমানন্দে ভাসে তারা,
তাঁদের নিছনি ত্রিভুবন।।
পৃথক আবাসযোগ, দুঃখময় বিষয়ভোগ,
ব্রজবাস গোবিন্দ-সেবন
কৃষ্ণকথা কৃষ্ণ-নাম, সত্য সত্য রসধাম,
ব্রজলোক সঙ্গে অনুক্ষণ।।
সদা সেবা-অভিলাষ, মনেতে করি বিশ্বাস,
সদাকাল হইয়া নির্ভয়।
আপন আপন স্থানে, পিরীতি সবাই টানে,
ভক্তিপথে পরয়ে বিগতি।।
আপন ভজন পথ, তাহে হব অনুরত
ইষ্টদেব-স্থানে লীলাগান।
নৈষ্ঠিক ভজন এই, তোমারে কহিল ভাই,
হনুমান তাহাতে প্রমাণ।।
শ্রীনাথে জানকীনাথে চাবেদঃ পরমাত্মনি।
তথাপি মম সর্ব্বস্বং রামঃকমললোচনঃ।।
দেবলোক পিতৃলোক, পায় তারা মহাসুখ,
সাধু সাধু বলে অনুক্ষণ।
যুগল ভজয়ে যারা, প্রেমানন্দে ভাসে তারা,
তাঁদের নিছনি ত্রিভুবন।।
পৃথক আবাসযোগ, দুঃখময় বিষয়ভোগ,
ব্রজবাস গোবিন্দ-সেবন
কৃষ্ণকথা কৃষ্ণ-নাম, সত্য সত্য রসধাম,
ব্রজলোক সঙ্গে অনুক্ষণ।।
সদা সেবা-অভিলাষ, মনেতে করি বিশ্বাস,
সদাকাল হইয়া নির্ভয়।