জয় রাধামাধব
নরোত্তোম দাসে বোলে, পড়িনু, অসৎ-ভোলে,
পরিত্রাণ কর মহাশয়।।২।।
তুমি'ত দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু,
মোরে প্রভু কর অবধান।
পরিনু অসৎ-ভোলে, কাম-তিমিঙ্গিলে গিলে,
ওহে নাথ কর পরিত্রাণ।।
যাবৎ জনম মোর, অপরাধে হৈনু ভোর,
নিষ্কপটে না ভজিনু তোমা।
তথাপিহ তুমি গতি, না ছাড়িহ প্রণপতি,
মোর সম নাহিক অধমা।।
পতিত-পাবন নাম, ঘোষণা তোমার শ্যাম,
উপেখিলে নাহি। মোর গতি।
যদি হই অপরাধী, তথাপিহ তুমি গতি।। সত্য সত্য যেন সতীর পতি।
তুমি ত পরম দেবা, নহি মোরে উপেখিবা,
শুন শুন প্রাণের ঈশ্বর।
যদি করি অপরাধ, তথাপিহ তুমি নাথ,
সেবা দিয়া কর অনুচর।।
নরোত্তোম দাসে বোলে, পড়িনু, অসৎ-ভোলে,
পরিত্রাণ কর মহাশয়।।২।।
তুমি'ত দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু,
মোরে প্রভু কর অবধান।
পরিনু অসৎ-ভোলে, কাম-তিমিঙ্গিলে গিলে,
ওহে নাথ কর পরিত্রাণ।।
যাবৎ জনম মোর, অপরাধে হৈনু ভোর,
নিষ্কপটে না ভজিনু তোমা।
তথাপিহ তুমি গতি, না ছাড়িহ প্রণপতি,
মোর সম নাহিক অধমা।।
পতিত-পাবন নাম, ঘোষণা তোমার শ্যাম,
উপেখিলে নাহি। মোর গতি।
যদি হই অপরাধী, তথাপিহ তুমি গতি।। সত্য সত্য যেন সতীর পতি।
তুমি ত পরম দেবা, নহি মোরে উপেখিবা,
শুন শুন প্রাণের ঈশ্বর।
যদি করি অপরাধ, তথাপিহ তুমি নাথ,
সেবা দিয়া কর অনুচর।।