প্রেম ভক্তি চন্দ্রিকা পৃষ্ঠা১৩(শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় রচিত)

জয় রাধামাধব
শ্রীমুখ সুন্দর বর, হেম নীল কান্তিধর,
        ভাব-ভূষণ করু শোভা।
নীল-পীত-বাসধর, গৌরী-শ্যাম মনোহর,
        অন্তরের ভাবে দুঁহু লোভা।।
আভরণ মণিময়, প্রতি অঙ্গে অভিনয়,
        তছু পায় নরোত্তম কয়।
নিশি দিশি গুন গাঙ, পরম আনন্দ পাঙ,
        মনে এই অভিলাষ হয়।।৪।।
রাগের ভজন পথ, কহি এবে অভিমত,
        লোকবেদসার এই বাণী।
সখীর অনুগা হঞা, ব্রজে সিদ্ধদেহ পাঞা,
         সেই ভাবে জুড়াবে পরাণী।।
রাধিকার সখী যত, তাহা বা কহিব কত,
          মুখ্য সখী করিয়ে গণন।
ললিতা বিশাখা তথা, সুচিত্রা চম্পকলতা,
           রঙ্গদেবী সুদেবী কথন।।
তুঙ্গবিদ্যা ইন্দুরেখা, এই অষ্টসখী লেখা,
           এবে কহি নর্ম্ম-সখীগণ।
         

Post a Comment

Previous Post Next Post