প্রেম ভক্তি চন্দ্রিকা পৃষ্ঠা১২(শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় রচিত)

জয় রাধামাধব
হা হা কৃষ্ণ বলি বলি, বেড়াব আনন্দ করি,
        মনে মোর নহে যেন দুজা।।
জীবনে মরনে গতি, রাধাকৃষ্ণ প্রাণপতি,
          দোঁহার পিরীতিরস-সুখে।
যুগল সহিত যাঁরা, মোর প্রাণ গলে হারা,
          এই কথা রহু মোর বুকে।।
যুগল-চরণ-সেবা, এই ধন মোরে দিবা,
         যুগলই মনের পিরীতি।
যুগল-কিশোর রূপ, কাম-রতিগণ-ভূ প,
        মনে রহু ও লীলা-কিরীতি।।
দশনেতে তৃণ ধরি, হা! হা! কিশোর কশোরি,
         চরণাব্জে নিবেদন করি।
ব্রজরাজ কুমার শ্যাম, বৃষভানু-কুমারী নাম,
         শ্রীরাধিকা নাম মনোহারী।।
কনক-কেতকী-রাই, শ্যাম মরকত-কাই,
         দরপ-দরপ করু চুর।
নটবর শিরোমণি, নটিনীর শিখরিণী,
          দুঁহু গুণে দুঁহু মন ঝুর।।

Post a Comment

Previous Post Next Post