জয় রাধামাধব
হা হা কৃষ্ণ বলি বলি, বেড়াব আনন্দ করি,
মনে মোর নহে যেন দুজা।।
জীবনে মরনে গতি, রাধাকৃষ্ণ প্রাণপতি,
দোঁহার পিরীতিরস-সুখে।
যুগল সহিত যাঁরা, মোর প্রাণ গলে হারা,
এই কথা রহু মোর বুকে।।
যুগল-চরণ-সেবা, এই ধন মোরে দিবা,
যুগলই মনের পিরীতি।
যুগল-কিশোর রূপ, কাম-রতিগণ-ভূ প,
মনে রহু ও লীলা-কিরীতি।।
দশনেতে তৃণ ধরি, হা! হা! কিশোর কশোরি,
চরণাব্জে নিবেদন করি।
ব্রজরাজ কুমার শ্যাম, বৃষভানু-কুমারী নাম,
শ্রীরাধিকা নাম মনোহারী।।
কনক-কেতকী-রাই, শ্যাম মরকত-কাই,
দরপ-দরপ করু চুর।
নটবর শিরোমণি, নটিনীর শিখরিণী,
দুঁহু গুণে দুঁহু মন ঝুর।।
হা হা কৃষ্ণ বলি বলি, বেড়াব আনন্দ করি,
মনে মোর নহে যেন দুজা।।
জীবনে মরনে গতি, রাধাকৃষ্ণ প্রাণপতি,
দোঁহার পিরীতিরস-সুখে।
যুগল সহিত যাঁরা, মোর প্রাণ গলে হারা,
এই কথা রহু মোর বুকে।।
যুগল-চরণ-সেবা, এই ধন মোরে দিবা,
যুগলই মনের পিরীতি।
যুগল-কিশোর রূপ, কাম-রতিগণ-ভূ প,
মনে রহু ও লীলা-কিরীতি।।
দশনেতে তৃণ ধরি, হা! হা! কিশোর কশোরি,
চরণাব্জে নিবেদন করি।
ব্রজরাজ কুমার শ্যাম, বৃষভানু-কুমারী নাম,
শ্রীরাধিকা নাম মনোহারী।।
কনক-কেতকী-রাই, শ্যাম মরকত-কাই,
দরপ-দরপ করু চুর।
নটবর শিরোমণি, নটিনীর শিখরিণী,
দুঁহু গুণে দুঁহু মন ঝুর।।