জয় রাধামাধব
যুগল-কিশোর প্রেম, লক্ষবান যেন হেম,
হেন ধন প্রকাশিলা যারা।
জয় রূপ সনাতন, দেহ মোরে এইধন,
সে রতন মোর গলে হারা।।
ভাগবতশাস্ত্র-মর্ম্ম, নববিধ-ভক্তি-ধর্ম্ম,
সদাই করিব সুসেবন।
অন্য-দেবশ্রয় নাই, তোমারে কহিল ভাই,
এই তত্ত্ব পরম ভজন।।
সাধু-শাস্ত্র-গুরু-বাক্য, চিত্তেতে করিয়া ঐক্য
সতত ভাসিব প্রেমমাঝে।
কর্ম্মী জ্ঞানী ভক্তিহীন, ইহাকে করিয়া ভিন,
নরোত্তম এই তত্ত্ব গাজে।।১।।
অন্যাভিলাষিতাশূন্যং জ্ঞান-কর্ম্মাদ্যনাবৃতম।
আনুকূল্যেন কৃ্ষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা।।
অন্য অভিলাষ ছাড়ি, জ্ঞান কর্ম্ম পরিহরি,
কায়মনে করিব ভজন।
সাধু-সঙ্গে কৃ্ষ্ণসেবা, না পূজিব দেবী দেবা,
এই ভক্তি পরম কারণ
যুগল-কিশোর প্রেম, লক্ষবান যেন হেম,
হেন ধন প্রকাশিলা যারা।
জয় রূপ সনাতন, দেহ মোরে এইধন,
সে রতন মোর গলে হারা।।
ভাগবতশাস্ত্র-মর্ম্ম, নববিধ-ভক্তি-ধর্ম্ম,
সদাই করিব সুসেবন।
অন্য-দেবশ্রয় নাই, তোমারে কহিল ভাই,
এই তত্ত্ব পরম ভজন।।
সাধু-শাস্ত্র-গুরু-বাক্য, চিত্তেতে করিয়া ঐক্য
সতত ভাসিব প্রেমমাঝে।
কর্ম্মী জ্ঞানী ভক্তিহীন, ইহাকে করিয়া ভিন,
নরোত্তম এই তত্ত্ব গাজে।।১।।
অন্যাভিলাষিতাশূন্যং জ্ঞান-কর্ম্মাদ্যনাবৃতম।
আনুকূল্যেন কৃ্ষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা।।
অন্য অভিলাষ ছাড়ি, জ্ঞান কর্ম্ম পরিহরি,
কায়মনে করিব ভজন।
সাধু-সঙ্গে কৃ্ষ্ণসেবা, না পূজিব দেবী দেবা,
এই ভক্তি পরম কারণ